সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার আওয়ামীলীগের সম্মেলনে কাংখিত কমিটি ঘোষণা আর হলনা,সম্মেলনে হাজার হাজার জনতার নিরাপদ পরিস্থিতি ছিল না বিদায় জেলা নেতৃবৃন্দুরা কমিটি ঘোষণা দেয়ার পরিবেশ করতে পারলেন না, তাই ঘোষণা স্থগিত রেখেই সম্মেলন মুলতবি ঘোষণা দিয়েছেন,এসময় উপস্থিত ছিলেন সম্মেলনের উদ্ভোধক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন সম্মেলন স্থগিত ঘোষণা দেন,সৃষ্টি হয়েছে নেতাদের মাঝে উৎকন্ঠা ও উৎত্যাপ্ত পরিবেশের তান্ডব চলছে সারা বাজার,লোকে লোকারন্য সম্মেলনে প্রতি মহত্ত্বে মিছিলে মিছিলে মুখরিত পরিবেশ বিরাজমান ছিল। সম্মেলন শুরু হওয়ার সাথে সাথে একপর্যায়ে গ্রুপে গ্রুপে দাঙ্গাহাঙ্গামার হামলা,দাওয়া পাল্টা দাওয়ার ঘটনায় চরম উত্তেজনার উৎপত্তির সৃষ্টি হয়েছিল,সাথে সাথে পুলিশ উশৃংখল জনতাকে কঠোর হস্তে দমন-পীড়নে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনার সূত্রসূত্রে বিবরনে জানা যায় সকাল ৯ টার দিকে মধ্যনগর বাজার বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজ কক্ষে,সম্মেলনের অতিথি জেলা নেতৃবৃন্দের জন্য রান্না করা হয়ে ছিল,সম্মেলন পন্ড কারার উদ্দেশ্যে খাবার গুলি একটি পাষণ্ড দূরর্বিত্তের দল লাতা লাতি করে মাটিতে ফেলে দিয়ে চলে আসেলে,এর পরথেকেই নেতাদের মাঝে চরম উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিলো। পরে ব্যানার ব্যাস্টুনি মঞ্চ দখলে নেতারা মরিয়া হয়ে প্রতিযোগিতা করছিল, ব্যানার মঞ্চ দখলকে কেন্দ্র করে হাতা হাতি মারামারির ঘটনা ঘটেছে,এতে ৪ জন আহত হয়েছে। এর প্রেক্ষিতে সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,মধ্যনগর থানার ও সি সেলিম নেওয়াজকে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্তা নিতে নিদ্ধেশ দিয়েছেন।