পাবনায় তিনদিন ব্যাপী আর্ন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত-১০জন সাহিত্যিককে সম্মাননা

পাবনায় অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী আর্ন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন।বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক ড. সুশীল ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কবির মাহমুদ। কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চালীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. আবু জাফর ,ভারতের খোলা চিঠির স¤পাদক তারক দেবনাথ, কবি পার্থ সারতি দাস ও নন্দিনী সাহা। অনুষ্ঠানে দুই বাংলার মোট ১০জন সাহিত্যিককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কথা সাহিত্যে স্বর্ণপদক লাভ করেন কেএম আবু জাফর এবং আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস ।এসময় বাংলাদেশ-ভারতের শতাধিক কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন । পরে বাংলা সাহিত্য সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সাহিত্যে স্বর্ণপদক লাভ করেন আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস

পাবনায় অনুষ্ঠিত হচ্ছে তিনদিন ব্যাপী আর্ন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন। অনুষ্ঠানে দুই বাংলার মোট ১০জন সাহিত্যিককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে কথা সাহিত্যে স্বর্ণপদক লাভ করেন আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস ।কথা সাহিত্যে স্বর্ণপদক লাভ করেন কে এম আবু জাফর । এসময় বাংলাদেশ-ভারতের শতাধিক কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালন করেন নন্দিনী লাহা।