উপজেলার পুংগলী মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে মাঠে ক্লাশ করছে ছাত্র -ছাত্রীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৭২০ জন। ৩টি পূরাতন টিনের ঘর, ১টি পুরাতন বিল্ডিং পরিত্যাক্ত ১টি বিল্ডিংয়ে ঝুকি নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা। লাইব্রেরী (বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি), মাল্টিমিডিয়া ক্লাশ, বিজ্ঞানাগার, ছাত্রী কমন রুম, শিক্ষক কমন রুম, ইনডোর গেম রুম, বিজ্ঞান, মানবিক ও বানিজ্য ক্লাশরুম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণিতে ২টি করে শাখা। বিদ্যালয়ে সর্বমোট ২০টি শ্রেণিকক্ষ প্রয়োজন হলেও আছে মাত্র ১০টি। এব্যাপারে এলাকাবাসী তাদের সন্তানদের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষা পাওয়ার আশায় একটি বিল্ডিংয়ের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।