পাবনা জেনারেল হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি চালু না হওয়ায় পাবনাবাসীর র্দুভোগ

পাবনা জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন থাকলেও সেবা কার্যক্রম চালু করতে নানা প্রতিবন্ধকতা। পাবনাবাসী সিটিস্ক্যান মেশিনের সেবা থেকে হচ্ছেন বঞ্চিত। গরীব রোগীরা স্বল্প খরচে যে সেবা নিতে পারতেন যা সম্ভব হচ্ছে না। পাবনা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ রঞ্জন কুমার দত্ত বলেন, প্রায় ১ বছর আগে পাবনা জেনারেল হাসপাতালের জন্য একটি নতুন সিটি স্ক্যান মেশিন পাওয়া গেছে। মেশিনটি চালু করতে সংশিষ্ট একজন চিকিৎসকেও আনা হয়েছে। মেশিনটি চালু করতে বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন। এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান খন্দকার জানান, সিটি স্ক্যান চালু করার জন্য যে রকম কক্ষ প্রয়োজন তা হাসপতালে নেই। মেশিনের জন্য একটি নতুন কক্ষ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনের প্রেক্ষিতে প্রায় ১৭ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। খুব শীঘ্রই নিমার্ণ কাজ শুরু হবে। কক্ষ তৈরী হলে সেখানে বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।