সুজানগরের মানিকহাট প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট প্রতিবন্ধি বিদ্যালয়টি রোববার সকালে পরিদর্শন করেন, পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মনছুর আলী, প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল কবির মঞ্জু, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম প্রমুখ। বিদ্যালয় পরিদর্শন কালে আহমেদ ফিরোজ কবির এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধিদের সুবিধাত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, প্রতিবন্ধিদের পড়াশুনার পাশাপাশি তাদের কে সরকারি ভাবে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিবন্ধিরা যাতে সংসারে বোঝা না হয় সেই লক্ষে সরকার তাদের কে প্রতিবন্ধি ভাতা ও লেখাপড়ার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন। প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল কবির মঞ্জু জানান নিজের অর্থায়নে এলাকার প্রতিবন্ধি শিশুদের লেখাপড়ার জন্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নিজ অর্থায়নে শিক্ষকদের বেতন ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ি,শিক্ষাথীদের নাস্তার ব্যাবস্থা করে আসছি, এ পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে তেমন কোন সাহায্য সহযোগীতা পাওয়া যায়নি। তিনি আরো বলেন সরকারি ভাবে সাহায্য সহযোগীতা পেলে এলাকার প্রতিবন্ধিদের পুন্যবাসনের ব্যাবস্থা করবো।