ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘পরিবর্তিত আবহাওয়ায় ডালজাত খেসাড়ি, মাষকালাই ও ফেলোনীর উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক দুই দিন ব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা শনিবার ঈশ্বরদীস্থ বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে শুরু হয়েছে। ডাল গবেষণা ও ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইনসটিউটের ‘খেসাড়ি, মাষকালাই ও ফেলোনীর উৎপাদন বৃদ্ধির কর্মসূচি প্রকল্পের অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাল গবেষণার পরিচালক রইচ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনসটিউটের কোন্দল ফসল গবেষণা বিষয়ক পরিচালক ড. এ কে এম শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএআরআইএর পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) হাবিবুর রহমান শেখ। কর্মশালা সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা জামিল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল হক বলেন, ডাল ফসল শুধু মাটির স্বাস্থ্য উপকার করে না। মানুষের স্বাস্থ্যেরও উপকার করে। এটি মানুষের শরীরের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ করে। তাই জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও নতুন জাত উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের গুরুত্ব সহকারে কাজ করতে হবে।