সুজানগর(পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আদর্শ ক্লাবের ঐতিহ্য ও সাংস্কৃতিক কার্যকলাপ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আদর্শ ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজ, পদ্মা সংগীত একাডেমী, মিতালী সংগীত একাডেমী, নাট্য গোষ্টী, সুজানগর ক্রীড়াঙ্গন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ামোদি দের আয়োজনে এক বিশাল মানববন্ধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। সচেতন নাগরিক সমাজের নেতা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও পদ্মা সংগীত একাডেমীর সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় মানববন্ধনে একতœাতা প্রকাশ করে বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নিবার্হী অফিসার সুজিৎ দেবনাথ। মানববন্ধনে আরো বক্তব্যদেন পদ্মা সংগীত একাডেমীর সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ সভাপতি এম মনিরুজ্জামান, নাট্য গোষ্টীর সহ সভাপতি সরদার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এম মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী রনি, মিতালী সংগীত একাডেমীর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সচেতন নাগরিক সমাজের নেতা শরিফুল ইসলাম শরিফ, সাচ্চু, লিটন, সুজন, আতাউর,রনি রায়, রাজু, রাজু রায়, সুজানগর ক্রীড়া ব্যক্তিত্ব শাহীনুর রহমান, রেদওয়ান নয়ন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১২ শতাংশ জমির উপর আদর্শ ক্লাব টি অবস্থিত, প্রায় দীর্ঘ ৩০ বৎসর যাবত মকবুল হোসেন বেগু সভাপতি, আব্দুল কাদের রোকন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন কালে ক্লাবের জমি পার্শবতিদের দখলে চলে যাচ্ছে, এ বিষয়ে তাদের কোন মাথাব্যাথা নেই, দোকান ভাড়ায় টাকাই তারা ব্যাক্তিগত ভাবে লাভবান হচ্ছেন। দীর্ঘদিন যাবত কøাবটি সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। বর্তমানে ক্লাবটিতে খুবই জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে, দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের দোকান ভাড়া এবং আদর্শ ক্লাবের প্রধান ভবনটিতে ভাড়া দেওয়া হয়েছে মোটর সাইকেল গ্যারেজ। এ ছাড়া ক্লাব চত্বরে বিভিন্ন দোকানের স্টোল বসিয়ে ক্লাবের ঐতিহ্য নষ্ট করা হয়েছে। তারা আরো বলেন ক্লাবের মূল ভবনটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাই অতি দ্রুত সংস্কার করে যুগোপযোগী করে তরুন সমাজ,যুব সমাজ ও সাধারণ জনগণের মানুষিক অবস্থার পরিবর্তন ঘটানো জন্য দাবী জানান। এই জনতার দাবীর সঙ্গে একত্বা প্রকাশ করে, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নিবার্হী অফিসার সুজিৎ দেবনাথ বলেন অতি দ্রুত সময়ের মধ্যে সুজানগর আদর্শ ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল অনিয়ম, দূর্নীতি এবং বিভিন্ন ক্ষতিকর প্রভাব মুক্ত করে সুন্দর নির্মল একটি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যথার্থ কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের রোকন জানান, পার্শবর্তী জমির মালিক সুজানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী মন্ডল ২ শতাংশ জমি দখল করায় এ বিষয়ে কোর্টে একটি মামলা থাকার জন্য ক্লাবটি সংস্কার করা সম্ভব হচ্ছে না