হাতীবান্ধায় ৯ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন রায় প্রদান করেন। পরদিন তাদেরকে লালমনিরহাট জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। দন্ড প্রাপ্তরা হচ্ছে,উপজেলার গাওচুলকা গ্রামের মৃত সফর উদ্দিন ছেলে মো: আ: হক কে (২৫দিন), এবং দইখাওয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের পুত্র মোঃ নুরুজ্জামান (৫৫), মনোবেরুল (৩০), পিতা- আবু তালেব, মো: লাভলু মিয়া (৩৫), পিতা- মৃ. জব্বার, সাং- আমঝোল (৮ নং ওয়ার্ড), মো: আজিজার রহমান (৫২), পিতা- মো: আছর উদ্দিন, সাং- উত্তর গোতামারী ( ১ নং ওয়ার্ড), মো: মির হোসেন (৪০), পিতা- মহির উদ্দিন, সাং- দইখাওয়া (৫ নং ওয়ার্ড), মো: আ: রহিম(২৮), পিতা- মো: মোজাফফর আলী, সাং- আমঝোল (৮নং ওয়ার্ড), মো: আবুল কালাম(৩০), পিতা- আবেদ আলী, সাং- গাওচুলকা( ৭ নং ওয়ার্ড), মো: আনোয়ার ইসলাম (৩৫), পিতা- খয়ের উদ্দিন, সাং- আমঝোল (৮ নং ওয়ার্ড), সকলকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বুধবার রাতে বিশেষ অভিযানে উপজেলার দইখাওয়া বাজারে জনৈক আব্দুল হক (৩৭), পিতা-মৃত ছফর উদ্দিন এর ভাড়া গোডাউন ঘর হইতে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম সহ ৯ জুয়াড়ীকে আটক করে থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (প্রবি) সজিব ত্রিপুরা। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা , ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সামিউল আমিন ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন এর ৩ মতে ১২ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।