নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে দলীয় কার্যালয়ে দলের স্থানীয় শীর্ষ নেতাদের বসাকে কেন্দ্র আওয়ামী লীগের দুই
পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। এঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও দলীয় সুত্রে জানাযায়,লালপুর উপজেলার নওপাড়া বাজার এলাকায় বুধবার (৩০ আক্টোবর) সন্ধ্যার পরে দুরদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করতে উপজেলা পর্যায়ের শীর্ষ তিন নেতা গতরাতে নওপাড়া বাজার এলাকায় যান। এসময় স্থানীয় দু’টি কার্যালয়ে ওই তিন নেতাকে বসানো নিয়ে স্থানীয় দুই নেতা মাহমুদুর রহমান পলাশ ও তোফাজ্জল হোসেন তোফার মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে একে অপরের অফিস ও দু’টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হলে এলাকায় আতংক দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে তোফাজ্জল হোসেন তোফা ও তার সমর্থক মাসুমকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।