সাংবাদিকদের সাথে চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের মতবিনিময়

বহুল প্রত্যাশিত কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল। আজ ৩০ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি প্রার্থীতা ঘোষনা করেন। দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছেন এ দাবী করে তিনি বলেন- আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ২০০৪ সালের সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কিন্তু একপর্যায় দলের প্রয়োজনে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। দলের জন্য তার ত্যাগ, অবদান, পরিশ্রম সবকিছু মূল্যায়ন করে যদি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেন তাহলে নিরলস ভাবে কাজ করে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, কমলগঞ্জের দুই নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও অধ্যাপক রফিকুর রহমানের সুনাম যাতে জাতীয় পর্যায় আরও বৃদ্ধি পায় সেই মনমানষিকতা নিয়ে সম্মেলনকে সফল করার জন্য সবাইকে কাজ করতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভালো কিন্তু প্রতিহিংসা থাকা ভাল নয়। দল যদি তাকে মূল্যায়ন না করে তার পরও তার কোন দুঃখ থাকবে না। দল যেখানে তাকে প্রয়োজন মনে করবে তিনি সেই অবস্থানে থেকে কাজ করে যাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আন্তরিক ভাবে একটি সুন্দর কমিটি উপহার দিবেন। এক প্রশ্নের জবাবে তিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সভাপতি/সম্পাদককে সফল নেতা হিসেবে উল্লেখ করে তাদের দেখানো পথেই আগামীতে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান।