সুজানগর ঃ পাবনার সুজানগরের হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামে সংযোগ সড়ক নির্মাণ না করেই ব্রিজ নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক বিহীন ওই ব্রিজ এলাকার মানুষের তেমন কোন কাজেই আসছেনা। বরং ব্রিজটি দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে ভুক্তভোগী গ্রামবাসী জানান।
হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, গাজনার বিলের পানি প্রবাহের জন্য স্বাগতা গ্রামের মাঝে ওই ব্রিজ নির্মাণ করার প্রয়োজন ছিল। তবে তার আগে প্রয়োজন ছিল গ্রামবাসীর যাতায়াতের জন্য ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ করা। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করেই অজ্ঞাত কারণে ২০১৭ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে ওই ব্রিজ নির্মাণ করা হয়। শুধু তাই না গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে সংযোগ সড়ক নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমকে বার বার বলা সত্ত্বেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে চেয়ারম্যান হাবিব অভিযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার আব্দুল হাকিম শেখ বলেন স্বাগত গ্রামের অধিকাংশ মানুষ ব্রিজটির উপর দিয়ে যাতায়াতের পাশা-পাশি গাড়ী-ঘোড়াযোগে মাঠ থেকে তাদের কৃষি পণ্য ঘরে তোলেন। সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরাও ব্রিজটি উপর দিয়ে কামালপুর উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়। কিন্তু গত দুই বছর আগে ব্রিজটি নির্মাণ করা হলেও অদ্যাবধি সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকার সর্বস্তরের মানুষের যাতায়াতের পাশা-পাশি কৃষি পণ্য ঘরে তুলতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ব্রিজটি আমার কার্যকালে নির্মাণ করা হয়নি। সেকারণে এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে উক্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের কার্যকালেই ওই ব্রিজ নির্মিত হয়েছে। তিনি এখন গা বাঁচানোর জন্য অস্বীকার করছেন।