গোলাপগঞ্জে পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অবিরাম চলছে উঠান বৈঠক কার্যক্রম। বিদ্যুতের গ্রাহক সমাজকে সচেতন করতে প্রতি সাপ্তাহে বিভিন্ন এলাকায় একাধিক বৈঠক অনুষ্টিত হচ্ছে। এসময় কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করে বিদ্যুৎ সমস্যা নিরসনের লক্ষে সব ধরনের প্রচেষ্ঠা অব্যহত রাখতে দেখা যায়। গত রোববার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ঘোগারকুলে স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাংবাদিক জাহেদুর রহমান জাহেদের পরিচালনায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশীদ বলেন বিদ্যুৎ একটি সেবা মূলক বিভাগ, মানুষের চাহিদার প্রেক্ষিতে কাঙ্খিত মানের সেবা প্রদানের লক্ষে গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগ সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে নাগরিক হয়রানি বন্ধ, দুর্নীতি মুক্ত করন ও নাগরিক সুবিধা নিশ্চিত করনের বিষয়টিকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ উঠান বৈঠকের মত কর্মসূচী পালন করে যাচ্ছে। এতে সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তাদের সহজে কাছে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসেবে পল্লী বিদ্যুৎ গ্রহণ করে গ্রাহক সমাজকে সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত বলে তিনি জানান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী কামাল হেসেন, সাংবাদিক আব্দুল আহাদ. সমাজসেবী জাহেদ আহমদ। বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জমির উদ্দিন, ফরিদ উদ্দিন, মঈদ উদ্দিন, মনতাজ আলী, আশদ আলী প্রমুখ।