গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার(২০ অক্টোবর) বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদরুল উলা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকাদক্ষিণ ডাক বাংলো মাঠে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন আওয়ামীলীগের প্রথম অধিবেশন রাত আটটা পর্যন্ত চলে। দ্বিতীয় অধিবেশন শুরু হলে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আব্দুল মজিদ রুশন সভাপতি পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় রাত সাড়ে ১১টায় ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ৮৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফখরুল ইসলাম ফখর পেয়েছেন ৮৭ ভোট। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাবেক কমিটি আগামী ৩দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠরের জন্য জেলা নেতৃবৃন্দ নির্দেশনা দেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অথিতির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক কবির আহমাদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ছলমান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু।

সভায় বক্তব্য দেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য জামিল আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা শীলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, সাবেক সভাপতি খায়রুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ রুশন, সদর ইউপি আ’লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান আযম, নাজিমুল হক লস্কর, রুমেল সিরাজ।

এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে অতিথিবৃন্দ পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।