গোবিন্দগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি শ্রী সম্ভু মাঝির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা প্রতিনিধি ঃ– গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি শ্রী সম্ভু মাঝির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো থেকে বের হয়ে মহিমাগঞ্জ বন্দরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুন্সি রেজুওয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম, মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক শ্রী শিবাস চন্দ্র, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী পুকুর চোর শাহীনের নেতৃত্বে নামধারী কিছু সন্ত্রাসী সংখ্যালঘুর উপর এই হামলা চালিয়েছে। অবিলম্বে শাহীন সহ সম্ভুর উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা। অন্যথায় গোবিন্দগঞ্জ উপজেলার সকল মৎস্যজীবি সমিতি বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।