এস এম আলম : পাবনা জেলা কৃষকলীগের নেতৃবর্গ ২০১৯/২০ শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের আবেদনের জন্য ইউনিট প্রতি প্রায় ১৪৫০/ (এক হাজার চারশত পঞ্চাশ) টাকা প্রতিটি ছাত্র/ছাত্রীকে বাধ্যতামূলক এর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা করে । প্রতিবাদ সভা শেষে ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহসভাপতি হাবিবুর রহমা হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক নব গোপাল চক্রবর্তী, মহিউদ্দিন শাহিন, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, কৃষি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সুনিল কুমার চন্দ, দপ্তর সম্পাদক শহীদুল্লাহ জাহিদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন সহ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবর্গ। সভায় বক্তারা বলেন-
একই শিক্ষা বর্ষে অপরাপর পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ৪৫০/- (চার শত পঞ্চাশ) ও ৫৫০/- (পাঁচ শত পঞ্চাশ) টাকা মাত্র। বাংলাদেশ তৃতীয় বিশ্বে দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি । এই সকল নি¤œ আয়ের মানুষের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করনের লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও সেখানে সরকারী কোষাগার থেকে অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন । সর্বোপরি- মানবিক দৃষ্টিকোণ থেকেই উক্ত বিষয় গুলো আমাদের বিবেচনাযোগ্য ।