পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুর্নীতি রোধে নৈর্ব্যক্তিক এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

এস এম আলম, পাবনা প্রতিনিধি ::
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুর্নীতি রোধে নৈর্ব্যক্তিক এর পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষায় দুর্নীতি ও অসদুপায় রোধে মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার কথা দেখে পরীক্ষার্থীর হাতের লেখা যাচাই করা হবে। শনিবার দুপুরে পাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ভর্তি পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। আগামী ১৫ নভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য বলেন, পরীক্ষায় প্রকসিসহ নানা অনিয়ম-দুর্নীতি রোধ, পরীক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধ করার বিভিন্ন মহলের দাবি সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। মতবিনিময় সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. অনোয়ারুল ইসলাম, ডিন প্রফেসর সাইফুল ইসলাম, প্রক্টর প্রীতম কুমার দাস, প্রেসক্লাবের সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ স¤পাদক আঁখিনূর ইসলাম রেমন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।