চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি রাজনগরে ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামে চলাচলের রাস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক ব্যাবসায়ীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল খালিক ও আবুল কালাম আজাদগংদের বিরোদ্ধে। সম্প্রতি রাজনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যাবসায়ী সেলিম আহমদ জানান- বিগত ২০০৫ সালে উপজেলার বাঙ্গালী গ্রামে আমাদের পৈত্রিক বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের সময় রাস্তার জায়গা রেখে সীমানা প্রাচীর নির্মাণ করি। সম্প্রতি প্রতিপক্ষ আব্দুল খালিক ও তার ছেলে আবুল কালাম আজাদ ওই রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেড়া দেন। এ ঘঠনার প্রতিবাদ জানালে আমাদেরকে ফাঁসাতে জায়গা দখল, গাছ কাটা ও গাছ চুরির অভিযোগে গত ৫ সেপ্টেম্বর আমি ও আমার আত্মীয়-স্বজনকে আসামী করে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন প্রতিপক্ষ আব্দুল খালিকের ছেলে আবুল কালাম আজাদ। অথচ আমি গত ৫ সেপ্টেম্বর আব্দুল খালিকের চাচাতো ভাই আনিছ আহমদ এর জানাযায় অংশ গ্রহন করি এবং বক্তব্য প্রদান করি। অপরদিকে, বিরোধপূর্ণ রাস্তায় চলাচল ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১০ সেপ্টেম্বর মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে অপর একটি মামলা দায়ের করেন আব্দুল খালিক। অথচ মামলার বাদী ওই মামলার ঘঠনার যে সময় ও স্থান উল্ল্যেখ করেছেন ঐ সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত একটি কর্মশালায় উপস্থিত ছিলাম। ব্যাবসায়ী সেলিম অভিযোগ করে বলেন, পর পর দুইটি মিথ্যা মামলার কারণে আমি এবং পরিবার ও আন্তীয় স্বজন সামাজিক সম্মানহানী ও নিরাপত্তাহীনতায় রয়েছি ।