মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘন করায় উক্ত আইনের ৭ ধারা মোতাবেক উনত্রিশ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। জেলার জুড়ী উপজেলার পূর্ব কালীনগর গ্রামের অভিযুক্ত তিনটি পরিবার/গ্রুপের মালিকানাধীন তিনটি স্পটের টিলা/পাহাড়ি ভূমি কর্তন ও মোচনের মাধ্যমে উক্ত স্থানের টপ সয়েল নষ্ট, জীব বৈচিত্র্যের ক্ষতি, প্রকৃতিক ভারসাম্য নষ্টসহ ভূমির বাইন্ডিং কেপাসিটি নষ্ট করায় ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এন. এন্টারপ্রাইজ এর মালিক আব্দুল মজিদ এবং তিনটি স্পটের জমির মালিকদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা-৭ ধারায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য প্রাথমিকভাবে ডেমেজ এসেসমেন্ট করা হয়েছে উনত্রিশ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত টাকা। গত ১৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এর দপ্তরে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে মোঃ আব্দুল মজিদ, মালিক/সত্ত্বাধিকারী, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা) লি, মেসার্স এম এন এন্টারপ্রাইজ, জেভি, টিসিবি ভবন, ৮ম তলা, কাওরানবাজার, ঢাকা’র বিরুদ্ধে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার তিনশত টাকা, পূর্বকালীনগর, ৫ নং জয়ফারনগর ইউপির মৃত জহির আলী পুত্র জমশেদ আলী, ইন্তাজ আলী ও আরকাম আলী’র বিরুদ্ধে বাষট্টি হাজার দুইশত টাকা মৃত কুতুব আলীর পুত্র আব্দুর রহিম’র বিরুদ্ধে তিপ্পান্ন হাজার পাঁচশত টাকা ও সূর্যবান’র বিরুদ্ধে আটত্রিশ হাজার পাঁচশত টাকাসহ মোট উনত্রিশ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত টাকা ।