নাটোর প্রতিনিধি
পলিশী হয়রানীর প্রতিবাদ ও গ্রেফতারকৃত দুই স্বর্ণ ব্যাবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে অনিদ্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে স্বর্ণ ব্যাবসায়ী ও কারিগর সমিতি।মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নাটোর জেলা শাখার কার্যালয় থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানান, গত রাতে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণপট্টির দেবাশীষ বল ঘর এন্ড জুয়েলারী স্টোরের মালিক বাবলু দে এবং আয়েশা জুয়েলার্সের মালিক লিটন খাঁকে আটক করে নিয়ে যায়। পরে বিষয়টি নিশ্চিত হতে ডিবি পুলিশের সাথে বারবার যোগাযোগ করা হলে তারা আটকের কথা স্বীকার করেনি।এছাড়া বিভিন্ন সময়ে পুলিশ স্বর্ণ ব্যাবসায়ী ও কারিগরদের আটক করে হয়রানি করে। গ্রেফতারকৃত দুই ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তি এবং পুলিশি হয়রানির প্রতিবাদে সকাল ১০টা থেকে স্বর্ণ ব্যবসায়ী এবং কারিগররা দোকান বন্ধ করে অনিদ্দিস্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
নাটোর জুয়েলার্স মালিক সমিতির সাধারণ স¤পাদক ভক্ত চক্রবর্তি জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
তবে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, হত্যা মামলার আলামত (স্বর্ণ) ক্রয়ের অভিযোগে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।