বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে গণউপদ্রবে কাজের অপরাধে আবুবক্কর সিদ্দিকের ১বছর কারাদন্ড

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ১৪ অক্টোবর ভ্রাম্যমান আদালত গণউপদ্রব কাজের অপরাধে আবুবক্কর সিদ্দিকের ১বছর কারাদন্ড দেয়া হয়েছে।

উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে ভূমিহীনদের খাসজমি দিবে বলে টাকা নেওয়া, রাস্তায় গনজমায়েত করা ও অস্থায়ী অফিস, বিদ্যালয়ে মিটিং, বাসায় ভুয়া তথ্য সেবা কেন্দ্র তৈরিসহ বিভিন্ন উপায়ে গণউপদ্রব মূলক কাজ এবং শতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সরকরী কাজে বাধাদান ও সংশি¬ষ্ট শতগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদান করার অপরাধে
শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার এলাকার প্রসাদ পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আবু বকর ছিদ্দিককে স্থানীয় গ্রাম পুলিশ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। থানা পুলিশ ধৃত আবুবক্কর ছিদ্দিককে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
আবুবক্কর ছিদ্দিক তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট জাবের মোঃ সোয়াইব ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৮৯ ও ২৯১ ধারা মোতাবেক ১ বছর বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।