দুর্গাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্মলেন্দু সরকার বাবুল,দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে বিগত ৭ অক্টোবর ৭নং গাওঁকান্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মোতালেব এর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড প্রদানের অভিযোগে উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার এক সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর মতিন মোতালেব।
শনিবার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যান আঃ মতিন মোতালেব তার লিখিত বক্তব্যে বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বিগত ৭ অক্টোবর আমার বিরুদ্ধে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ন অসত্য,ভিত্তিহীন , মিথ্যা ও বানোয়াট। সরকারের নিয়মঅনুযায়ী গরীব,অসহায়,স্বামী পরিত্যাক্তা,বিধবা মহিলাদেরকে ভিজিডি কার্ড বিতরনের নির্দেশ মোতাবেক আমি এবং আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ২৫৫ জন মহিলাদের নাম ঠিকানা সম্বলিত একটি প্রাথমিক বাছাইকৃত তালিকা উপজেলা ভিজিডি কমিটির সদস্য সচিব এর নিকট জমা দেই।তিনি দীর্ঘ সময় যাচাই বাছাই করে ঐ তালিকা চুড়ান্ত অনুমোদনের জন্য নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেন। পরিশেষে ঐ তালিকা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার নিকট পোষ্ট করা হয়। কিছুদিন পর অনলাইনে দেখতে পাই ঐ তালিকায় কিছু কিছু নামের ও ঠিকানা বেশ অসংগতি রয়েছে। এসকল অনাকাঙ্খিত ভুলের জন্য আমি আমার সচিব আমার পরিষদের অন্যান্য সদস্যদের কেউ দায়ী নহে। এই ভুলের বিষয় জানতে পেরে তাৎক্ষনিকভাবে আমি ও আমার পরিষদের বেশকয়েকজন সদস্যকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যাই এবং এর বিস্তারিত বিবরন বলি। উনার পরামর্শ মোতাবেক বিগত ১৪ই জুন পরিষদের সকল সদস্যদের সমন্বয়ে ভুল সংশোধন বিষয়ক জরুরী সভা করে ভুল সংশোধিত একটি তালিকা তৈরী কওে ভিজিডি কমিটির সদস্যসচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট জমা দেই। পরবর্তীতে আমাদেও সংশোধিত তালিকা চুড়ান্ত হওয়ার পর উল্লেখিত উপজেলা ট্যাগ অফিসারের উপস্থিতিতে ২৫৫ জন মহিলাকে ৬ মাসের বরাদ্দ এক সাথে দেই। যা মিথ্যা সংবাদ সম্মেলন করা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার গংদেও জানা ছিল না যে অনলাইনে প্রকাশিত তালিকার ভুলগুলো সংশোধন করা হয়েছে। তার না জেনে না বুঝে পরিকল্পিতভাবে আমাকেসহ আমার সকল সম্মানিত সদস্যদের হেয় করার উদ্দেশ্যে তিনি ঐ সংবাদ সম্মেলন করেছেন। আমি এবং আমার পরিষদ ঐ সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।