রফিকুল ইসলাম সুইট : দীর্ঘদিন পর আজ হচ্ছে পাবনা জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। সম্মেলন হচ্ছে আনন্দঘন, প্রতিযোগীতাপুর্ণ ও উৎসব মুখর পরিবেশে। সারা জেলা দেখা যাচ্ছে পোষ্টার আর ফেষ্টুন। পদপ্রার্থীরা ব্যস্ত সময় পার করছে পদ পেতে। স্মরণ কালের সুন্দর সম্মেলন হবে বলে দাবি নেতাদের।
দলীয় সুত্রে জানা গেছে- আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর বেলা ১১ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রিয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা রহমান। উপস্থিত থাকবেন পাবনা জেলা আওয়ামী লীগের ও কেন্দ্রিয় যুব মহিলা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন সভাপতি ও সাধরণ সম্পাদক প্রার্থীরা পার করছে নির্ঘম সময়। পুরাতন এবং নতুন এর সমন্বয়ে কমিটি হলে ভালো হবে মন্তব্য করছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতি পদপ্রার্থী কহিনুর ফেরদৌস কনা বলেন- প্ররিশ্রমি শিক্ষিত গ্রহনযোগ্যদের দিয়ে কমিটি করলে অনেক শক্তিশালি সংগঠন হবে পাবনা জেলা যুব মহিলা লীগ।
বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. আরেফা খানম শেফালি বলেন- কিছুদিন আগেও মেয়েরা রাজনীতি আসতে আগ্রহী ছিল না। অনেক পরিশ্রম করে দীর্ঘদিন ধরে পাবনা জেলা যুব মহিলা লীগ সংগঠিত করেছি। এখন দলে অনেক যোগ্যতা সম্পন্ন মেয়ে কাজ করছে। সঠিক নেতৃত্ব পেলে পাবনা জেলা যুব মহিলা লীগ আরো বেগবান হবে এবং সুসংগঠিত হবে। বসন্তের কোকিল, অসাংগাঠনিক, ব্যাক্তি পছন্দ মেয়েদের দিয়ে কমিটি করলে পাবনা জেলা যুবমহিলা লীগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
বর্তমান সভাপতি এ্যাড. সালমা আক্তার শিলু বলেন- সম্মেরনের সকল প্রন্তুতি সম্পন্ন । স্মরণ কালে সুন্দর সাফল্যমন্ডীত সম্মেলন হবে।
সভাপতি পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- বর্তমান সভাপতি এ্যাড. সালমা আক্তার শিলু, বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. আরেফা খানম শেফালি, প্রভাষক কহিনুর ফেরদৌস কনা প্রমূখ।
সাধারণ পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন-– সানজিদা আফরিণ কথা, রোকসানা পারভিন কনক, আইরিণ কিবরিয়া কেকা, সানজিদা পারভিন দীপা, তাসলিম রহমান শম্পা, রোমানা আকতার মিতু, আজমেরী আশা প্রমূখ।