এস এম আলম: পাবনায় শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে পাবনার রামকৃষ্ণ সেবা আশ্রম দূর্গা মন্দির থেকে মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙ্গা সকাল’ সরাসরি সম্প্রচারিত হয় । সকাল ৭ টায় অনুষ্ঠানেঅতিথি পাবনা মানসিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাসের সাথে আলোচনা ছাড়াও পূজা , অর্চনা , নাচ, ভক্তিমূলক গান, কীর্তন সহ নানা আয়োজন ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সরাসরি মাছরাঙ্গা টেলিভিশন থেকে সম্প্রচার করা হয় । স্থানীয় শিল্প ও সংস্কৃতিবিদ দের মতে, এই ধরনের আয়োজন স্থানীয় শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রযোজক রাকিবুল আলম রুশো, উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা, রামকৃষ্ণ সেবা আশ্রম দূর্গা মন্দির সাধারন সম্পাদক প্রলয় চাকী ’বাংলা টিভি’ এবং ”দেশ বার্তা ” জেলা প্রতিনিধি ”নতুন চোখ” এর প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামরেপার্সন, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্যশিল্পী,সংগীত শিল্পী সহ ভক্তবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ¤পা রানি দাস ও রুম্মান রশিদ খান ।