আবরার হত্যার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নাজিম হাসান,রাজশাহী থেকে :
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এবং বিক্ষোভ করেন তারা। এসময় শিক্ষার্থীরা জানান, কর্মসূচি পালনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। এসময় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য পুলিশ মাইকে ঘোষণা দেন। এবং পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করেন। এবং ঘণ্টা খানেক সড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কর্মসূচি দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।