দুর্গাপুরে দলিল লিখক ও ভেন্ডার সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা

জেলার দুর্গাপুরে দলিল লিখক ও ভেন্ডার সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে নানা অনিয়ম হয়েছে এমন অভিযোগে পুন:নির্বাচন এর দাবী জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন তাঁর লিখিত বক্তব্যে বলেন, উপজেলা দলিল লিখক ও ভেন্ডার সমিতির মেয়াদ শেষ হলে গত ২৯ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলেও মুলত তাঁরা কোন কাজ না করে নানা অনিয়ম করেছে মর্মে পুন: ভোট গননার দাবী জানিয়ে আবেদন করলে তার আবেদনের প্রেক্ষিতে গত ৩ অক্টোবর পুন: ভোট গননা করা হয় এবং তাঁর পক্ষে আরো ১টি ভোট যুক্ত হয়। এতে করে তার সন্দেহের কারন বেড়ে যায়। এসকল নানা কারচুপির অভিযোগ এনে মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল পূর্বক অন্য একটি তারিখ নির্ধারন করে অত্র নির্বাচন পরিচালনা কমিটির নিকট সাধারন সম্পাদক পদে পুন: নির্বাচনের দাবী জানান।