স্টাফ রিপোর্টারঃ পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম বলেছেন, যে কোন বিপদে পড়লে বা সমস্যায় পড়লে ত্রিপোল নাইন ( ৯৯৯) অথবা ত্রিপোল থ্রি ( ৩৩৩) নম্বরে কল করলে প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাবে। সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার উদ্যোগে “ সামাজিক সচেতনতাই পারে বাংলাদেশের বাল্য বিবাহ রোধ করতে ” শিরোনামে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পাবনা আদর্শ গালর্স স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি উপরোক্ত কথা গুলো বলেন। তিঁনি আরও বলেন, শুধু আইন দিয়ে বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়। অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে দেশের অনেক ভাল ভাল কাজ করা সম্ভব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকতা জায়নাল আবেদিন, আদর্শ গালর্স স্কুলের সভাপতি এস মুস্তাকিম সবুজ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম। মডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন ক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী এবং সদস্য মোঃ কামরুজ্জামান। প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন সাফা, সুমাইয়া ইসলাম মিম এবং দলনেতা ১০ম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার তোবা। বিপক্ষ দলে অংশ নেয় ৮ম শ্রেণির শিক্ষার্থী মিতুল খাতুন এবং ফাতেমা জেসমিন এবং দলনেতা একই ক্লাসের শিক্ষার্থী মৌটুসী আক্তার ইরানী। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের দল নেতা মৌটুসী আক্তার ইরানী