মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন শারর্দীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের নিমিত্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া, অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, উম্মে ছালমা, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, ছামিউল ইসলাম, নজমুল হুদা, উপজেলা পূর্জা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য প্রমূখ। এ বছর উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩১টি মন্দির ও মন্ডপে শারর্দীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও মনোরম পরিবেশে পূর্জা উদ্যাপনের জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।