ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে গোল টেবিল বৈঠক

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “নারীর জয়ে সবার জয়” নামে নতুন ওয়েবসাইট এর উদ্বোধন করেছে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। ওয়েবসাইটটি বাংলাদেশে রাজনীতিতে নারী নেত্রী বাড়ানোর জন্য ডিআই-এর নারীর জয়ের সবার জয়ে প্রচারণার কার্যক্রমের অধীনে বাস্তবায়িত হচ্ছে। তৃণমূল পর্যায়ের নারী নেত্রীদের তথ্য নিয়ে তৈরি এই ওয়েবসাইটটি দেশজুড়ে ছড়িয়ে থাকা অভিজ্ঞ নারী নেত্রীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে একটি নেটওয়ার্কিং টুল হিসেবে ব্যবহার করার প্লাটফর্ম হবে এই সাইটটি। জাতীয়তাবাদী দলের মাষ্টার ট্রেইনার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান ও মাষ্টার ট্রেইনার শাহ আলমের যৌথ পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ূন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আলহাজ্ব এম এ মুকিত,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলু মিয়া,সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা,সহ-সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া, সাধারন সম্পাদক হাকিম বক্স সুন্দর,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিছ আলী,কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু,সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল,জুড়ি উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুরুদ আহমদ মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক শফি আহমদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিলেট বিভাগীয় সহকারী কো-অর্ডিনেটর রহিমা বেগম,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম চৌধুরী, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ডলি বেগম,বড়লেখা উপজেলা মহিলা দলের আমেনা বেগম ডলি, ,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো এ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদল নেতা রিপন মিয়া,জনি চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী সূত্রধর,মহিলা দলের নেত্রী হুসনা বেগম ও মালা চৌধুরী রেখা প্রমুখ।