সরকারের শুদ্ধি অভিযান আইওয়াশ: রিজভী

সরকার নিজেদের কেলেঙ্কারি সামাল না দিতে পেরে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। সরকারের শুদ্ধি অভিযান ‘আইওয়াশ’ বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বিনাভোটের সরকারের সর্বগ্রাসী দুর্নীতিতে বিপর্যপ্ত দেশ। শেয়ারবাজার, ব্যাংক, কয়লা, পাথর, পর্দা, বালিশ, টিন, বই, চা, চেয়ার, টেবিল-সবকিছুতেই দুর্নীতি গিজগিজ করছে।

হঠাৎ বিস্ময়কর অভিযানে আবিষ্কার হলো শত শত কোটি টাকা, ক্যাসিনো, মদ ও জুয়ার আসরের খবর। শত শত বছরের মসজিদের শহর ঢাকা এখন ক্যাসিনোর শহরে উন্নতি লাভ করেছে শেখ হাসিনার উন্নয়নের সরকারের বদৌলতে।

তিনি বলেন, চারদিক ডুবে গেছে লুটপাট, খুন, ধর্ষণ, মদ, জুয়া, ক্যাসিনো, চাঁদাবাজি আর অনাচারে। ক্ষমতাসীন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হরিলুটে গোটা দেশ ফাঁপা ফোকলা হয়ে গেছে।

রিজভী আরও অভিযোগ করেন, সন্ত্রাসের ওপর ভর করে সরকার দেশ চালাচ্ছে।

এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে দ্রুত তার মুক্তি দাবি করেন বিএনপির এ নেতা।