নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলায় ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালনের প্রস্ততি চলছে পুরোদমে। এ বছর উপজেলায় মোট ৬১টি পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজে মৃৎ শিল্পীরা দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিভিন্ন মন্ডপের প্রতিমা শিল্পীরা জানান, এটেল মাটি, বাঁশ, সুতলিসহ প্রতিমা তৈরীতে প্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি পেলে ও বাড়েনি তাদের পারিশ্রমিক। এ নিয়ে তাদের মনে কোন ক্ষোভ বা অভিযোগ নেই। তাদের মতে,আমাদের তৈরী প্রতিমা দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়। আমাদের তৈরী প্রতিমা ভক্তের পূজা পায়। এই পাওনাতো কম নয়। তাই এমন একটা মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে পারাটাই আমাদের কাছে অনেক বড় পাওনা।
এ বিষয়ে সোমবার উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, দুর্গাপুর উপজেলায় এবার ৬১টি মন্ডপে পূজাঁর প্রস্ততি চলছে। ধর্ম যার যার উৎসব সবার। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে পারবো। দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি ও পূজা উদযাপন কমিটির সদস্য নির্মলেন্দু সরকার বাবুল জানান, দুর্গাপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগীতায় আসন্ন শারদীয় দুর্গাপূজার কাজ পুর্বে ও কোন প্রকার সহিংসতা ছাড়াই সম্পন হয়েছে এবার ও সকলের সহযোগীতায় ভালোভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজায় সজাক দৃষ্টি রেখে কঠোর নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন করতে পারবো ।