জমি রেজিস্ট্রি না হওয়ায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা ক্যান্সারে আক্রান্ত সালামের

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে দলিল লেখকদের কোন্দলের কারণে জমি বিক্রি করেও চিকিৎসা করাতে পারছেন না ক্যান্সারে আক্রান্ত আব্দুস সালাম (৪০)। তিনি উপজেলার বৃচাপিলা পাঠানপাড়া গ্রামের চাঁদ মোহাম্মদের ছেলে। সালাম জানান, প্রতিবেশি ইসমাইল হোসেনের কাছে সাড়ে তিন লাখ টাকায় সোয়া ৮ শতাংশ জমি বিক্রি করেছেন। দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলুরে যাবেন। সেখানে তার ব্রেইন টিউমার অপারেশন করা হবে। কিন্তু এক মাস ধরে ধরনা দিয়েও দলিল লেখকদের কোন্দলের কারণে জমি রেজিস্ট্রি না হওয়ায় বিপাকে পড়েছেন তিনি।
দলিল লেখক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, প্রতিপক্ষের বাধার কারণে জমি রেজিস্ট্রি করতে পারছিনা। তবে অসুস্থ সালামের ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সালামের বড় ভাই আবু তাহের বলেন, ভাইকে বাঁচানোর জন্য ইউএনও স্যারের শরণাপন্ন হয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, দলিল রেজিস্ট্রি না হওয়ার অনেক অভিযোগ পেয়েছি। তবে আব্দুস সালামের জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা নিয়েছি। দলিল লেখকদের ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।