সিয়াম সাহারিয়া,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় ১২০ বোতল ফেন্সিডিলসহ মো.আজহার আলী (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলঘড়িয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক মাদক বিক্রেতা আজহার আলী মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের মৃত.আব্বাস আলীর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আজহার আলীকে আটক করা হয়। এসময় অভিনব কায়দায় বস্তার(ব্যাগ) ভিতরে বালটির মধ্যে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বাড়িতে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বাড়িতে ব্যবহারের সরঞ্জামাদি গুলি এমন ভাবে বস্তার ভিতরে সাজানো হয়েছিলো যাতে বস্তায় মাদক আছে তা কেউ বুঝতে না পারে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা করা হয়েছে। তাছাড়াও আজহার আলীর বিরুদ্ধে মহাদেবপুর থানার তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও তিনি জানান।