এস এম আলম: পাবনায় ভ্রাম্যমাণ আদালতে শহরের বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ও অস্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি করার অপরাধে জরিমানা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আব্দুস সালাম, সিভিল সার্জন অফিস নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদ আলম সহ পাবনা সদর থানার পুলিশ কর্মকর্তা সহ সদস্যবৃন্দ । রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা ও
অস্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ২০০০০ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ সংঘটিত হলে জেল জরিমানা সহ কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।