বদিয়ার রহমান,লালমনিরহাট। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও রাজপুরে রোববার ১৫ সেপ্টেম্বর মধ্য রাতে দুই বাল্যবিয়ে বন্ধ করে ৭ জনকে আটক করে জেল জরিমানা করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়। আটক ৭ জনকে আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন সদর থানার ওসি মাহফুজ আলম। এগুলো মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যারয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে বাল্যবিয়ের আয়োজনের আসর থেকে কনের মামা নুরইসলাম (৩৫) এবং পৌরসভার গোশালাবাজার এলাকার বর মনজু (২৩),বরের পিতা ছালাম (৬২) ও বরের মামাতো ভাই ইমন হোসেন (২৩)কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে বিচারক। অপর দিকে রাজপুর ইউনিয়নের তাজপুর নিু মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে বাল্যবিয়ের দায়ে স¤পৃক্ত থাকায় কুলাঘাট ইউনিয়নের বর রহুল আমিন (১৭)কে ১৫ দিনের আটক আদেশ ও বরের দাদা আব্দুল আজিজ (৬৫)কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় জানান, এক রাতে দুই পরিবার বাল্যবিয়ে দেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে ২০১৭ এর ধারা অনুযায়ী কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।