ইউনুছ আলী ডিগ্রী কলেজে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন -এমপি জলি

সোহেল রানা ঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ফরিদপুর উপজেলার ধানুয়া ঘাটা ইউনুচ আলী ডিগ্রী কলেজে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা-সিরাজগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি। অত্র কলেজের অধ্যক্ষ তোরাব আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নিহার আফরোজ, পাবনা পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা শিরিন, সাধারণ সম্পাদক লায়লা শামিম আরা শিখা, যুগ্ম সম্পাদক মরুফা খাতুন। এছাড়াও অত্র কলেজে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অত্র এলাকার আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।