মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ১৪ সেপ্টেম্বর বিনা খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৯টি নরমাল ডেলিভারী করা হয়েছে।
ঢাকা থেকে আগত লাইন ডাইরেক্টর,কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) অধ্যাপক ডা: মো: আবুল হাসেম খান প্রধান অতিথি হিসেবে ৯টি সুষ্ঠ নরমাল ডেলিভারীর গর্ভবতী মা ও নবজাতকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জাহাঙ্গীর কবিরের উদ্যোগে একই দিনে স¤পন্ন করা হয়। ৯টি নরমাল ডেলিভারীর গর্ভবতী মা ও নবজাতকদের মাঝে উপহার সামগ্রী বিতরনকালে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মোস্তফা খালেদ আহম্মদ, উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (সিবিএইচসি) ডা: সহদেব রাজবংশী ও দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে আবাশিক মেডিকেল অফিসার ডাঃ সমরেশ দাস, মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসনাত, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, সিনিয়র স্ট্যাফ নার্সসহ কর্মচারী ও অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নরমাল ডেলিভারির পর ৩ মাস ব্যাপী মা ও শিশুর খোজখবর করা ও তাদের যাবতীয় ওসুধপথ্য সরবরাহ করা হয়।