ঈশ্বরদীর উন্নয়ন এবং আরিচা-কাজিরহাট ও দৌলদিয়ায় দ্বিতীয় পদ্মা- যমুনা বহুমুখী সেতু নির্মানের দাবি

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ রেলওয়ে গেইটে ফ্লাইওভার নির্মাণ,স্টেশন আধুনিকায়ন,স্টেডিয়াম নির্মাণ,বিমান চালুসহ ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন এবং আরিচা-কাজিরহাট ও দৌলদিয়ায় দ্বিতীয় পদ্মা-যমুনা বহুমুখী সেতু নির্মানের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাব চত্বর ও অফিস কক্ষে পাবনা জেলা উন্নয়ন ফোরাম এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। প্যানেল মেয়র শিমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস,পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,আওয়ামীলীগ নেতা ইসাহক আলী মালিথা,আব্দুস সালাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, কৃষকলীগনেতা ফজলুর রহমান ও মুরাদ আলী মালিথা,ঈশ্বরদী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম,কামাল আশরাফি,জেলাপরিষদ সদস্য শফিউল আলম,ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা,আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক মালিথা,চাউল কল মালিক গ্রুপের সম্পাদক জুলমত হায়দার,কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগনেতা লীন আহমেদ ও প্রেসক্লাব সম্পাদক আব্দুল বাতেনসহ অন্যরা। বক্তারা আরিচা-কাজিরহাট ও দৌলদিয়ায় দ্বিতীয় পদ্মা-যমুনা বহুমুখী সেতু নির্মানের পাশাপাশি ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।