সাঁথিয়ায় ডেঙ্গু রোগে ছাত্রীর মৃত্য, এলাকায় আতঙ্ক

সাঁথিয়া প্রতিতিধিঃ
পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিপাশা (১১) নামের ষষ্ট শ্রেণীর এক ছাত্রীর মৃত্য হয়েছে। সে মিয়াপুর স্কুল এন্ড কলেজের ছাত্রী ও গাঙ্গহাটি গ্রামের আনন্দ মোহনের মেয়ে।
বিপাশার দাদা নরেশ চন্দ্র জানান, গত ১২/১৩ দিন আগে বিপাশার গায়ে জ্বর হলে পাবনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গুর ভাইরাস পেয়ে দেয়া হয়। গত সোমবার বিকালে জ্বর ভাল হলে হাসপাতাল কর্তপক্ষ ছাড়পত্র দেন। বাড়ী আসার পর গত বুধবার রাতে তার শ্বাস কষ্ট বেড়ে গেলে পাশে গাঙ্গুহাটি কিডনি ফাইন্ডেশনে নিয়ে অক্সিজেন দিয়ে বাড়ী আনলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিপাশা মৃত্যর কোলে ঢলে পড়েন। ডেঙ্গু জ্বরের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় সাঁথিয়া উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে এডিস মশা আতংক বিরাজ করছে।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ফায়সাল রায়হান নিহতের বাড়ী পরিদর্শন করে ওই এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।