কলমাকান্দায় বিষাক্ত সাপের ছোবলে কৃষি শ্রমিকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় বিষাক্ত সাপের ছোবলে রুবেল মিয়া (২০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও পালপাড়া গ্রামের মাছুম মিয়ার বাড়ির একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিম খানের ছেলে রুবেল মিয়া একই এলাকার মাছুম মিয়ার বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করতো। সে প্রতিদিনের ন্যায় মাছুম মিয়ার বাড়িতে তার থাকার ঘরে ঘুমাচ্ছিলেন।পরে বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত একটি সাপ তার ডান হাতে ছোবল দেয়। এসময় মাছুম মিয়ার বাড়ির লোকজন রুবেলের আত্মচিৎকার শুনে তার শয়ন কক্ষের দিকে এগিয়ে যান। সেখানে রুবেলকে সাপে ছোবল দিয়েছে, জানতে পেরে তাৎক্ষনিকভাবে রুবেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহানুর রহমান জানান, হাসপাতালে আসার পূর্বেই বিষক্রিয়ায় রুবেলের মৃত্যু হয়েছে।