সুন্দরগঞ্জে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনা মূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের কৃষক রফিকুল ইসলামের উঠানে চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মর্কর্তা এক,কে,এম ফরিদুল হক, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, নজমুল হুদা, বদিরুল আহসান সেলিম, পিপিআই সাদেক হোসেন প্রমূখ। পরে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চারা বিতরণ করা হয়। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এক একর প্লটের ১২টি কমিউনিটি বীজতলায় চারা প্রস্তুত করা হয়। উৎপাদিত চারা সাতশত জন কৃষকের মাঝে বিতরণ করা হবে। এর আগে এমপি শামীম বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করেন।