গুরুদাসপুরে যাত্রীবেশে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে নিরাপত্তাহীন জীবনযাপন করছে ব্যাটারী চালিত ভ্যান চালকরা। রাত হলেই উপজেলার বিভিন্ন সড়কে নেমে আসে ছিনতাই ও হতাহতের ঘটনা। শনিবার রাত ১১টার দিকে অভিনব কায়দায় যাত্রীবেশে চালক আবু সাঈদকে (৪৫) কুপিয়ে তার ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পৌরসদরের খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসার সড়ক থেকে দুর্গাপুর তিনদোকান নামক স্থানে যাওয়ার কথা বলে তিনজন যুবক সাঈদের ব্যাটারী চালিত ভ্যান ভাড়া করে। কিন্তু দুর্গাপুর তিনদোকানের পাশে পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা পিছন থেকে চালক সাঈদের মাথায় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে। এসময় সাঈদ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়। আহত সাঈদ পৌর সদরের আনন্দনগর মহল্লার কালু মালের ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।