সুজানগরে ইমামের মৃত্যু ॥ জনমনে নানান প্রশ্ন

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক মসজিদ ইমামের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, উপজেলার পৌর এলাকার নিয়োগীরবনগ্রামে। মৃত আব্দুর রাজ্জাক উপজেলার দুলাই গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে এবং নিয়োগীরবনগ্রাম (উত্তরপাড়া) জামে মসজিদের ইমাম। সুজানগর থানা পুলিশ জানায়, উক্ত আব্দুর রাজ্জাক প্রায় ৫বছর যাবৎ পরিবার নিয়ে নিয়োগীরবনগ্রাম গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে জায়গির থেকে, বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। গত সোমবার মোহাম্মদ আলীর ছেলে মামুনের ঘর থেকে ৩ লক্ষাধীক টাকা হারিয়ে যায়। মামুন তার হারানো টাকা খোঁজা-খুঁজি করে না পেয়ে, হারানো টাকা উদ্ধারের লক্ষে জনৈক কবিরাজের দেওয়া গুড়পড়া পরিবারের সদস্য সহ সবাইকে খাওয়ায়। রাজ্জাকের স্ত্রী সাথী খাতুন জানান, তার স্বামী একজন সৎ এবং ধার্মিক মানুষ। সে কখনও টাকা চুরি করতে পাওে না। এতে সে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরই এক পর্যায়ে শুক্রবার রাত ১০টার দিকে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানার অফিসার ইনচার্জ শরিফুল আলম বলেন কি কারণে ইমামের মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদী হাসনাইন রকি বলেন মৃত্যুর প্রকৃত কারণ বলা কঠিন। তবে ডাইরিয়া ও বমি নিয়ে রুগি ভর্তি হয়, রাতে রুগির শারিরিক অবস্থার উন্নতি হয়, রুগির পাশের লোক ফজরের নামাজ শেষ করে এসে, আব্দুর রাজ্জাকের কোন সারাশব্দ না পেয়ে কর্তব্যরত চিকিৎসক কে জানালে, এসে দেখি রুগির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।