মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বাংলাদেশকে ফলে ফসলে সমৃদ্ধ করার লক্ষে সাধারণ মানুষদের বৃক্ষ রোপনে উৎসাহী করতে “পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে আজ ২৪ আগষ্ট সকালে। বৃক্ষরোপণ সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন পরবর্তি আলোচনা সভায় জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।