নওগাঁ সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।
গত শুক্রবার দুপুরে (১৪বিজিবি) অধীনস্থ রুপনারায়নপুর ও শনিবার ভোররাতে দড়িপাড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান জানান, পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর নামক এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও ভুটিয়াপাড়া বিওপি’র টহল কমান্ডার আলকাছ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৫/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দড়িপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও তিনি জানান।