পাবনায় সর্বত্র জাতীয় শোক দিবস পালিত

রফিকুল ইসলাম সুইট : পাবনায় সর্বত্র যথাযোগ্য মর্যাদায় সার্বজনিনতায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওযার্ড কলেজে,পাবনা জেলা পরিষদ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, পাবনা জেলা আওয়ামী লীগ, সকল উপজেলা প্রশাসন, ড্রামা সার্কেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, রক্তদান, প্রামান্যচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালন করে। বৃহস্পতিবার এসব কর্মসুচীতে মানুষের ব্যাপক অংশ গ্রহন ছিল লক্ষনীয়।
পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতবৃন্দ রাত ০০.০১ মিনিটে পাবনা জেলা পরিষদ চত্ত্বরে “বঙ্গবন্ধুর ম্যুরাল” এ পুষ্পার্ঘ অর্পন করেন এবং পুষ্পার্ঘ এর মধ্যদিয়ে “ বঙ্গবন্ধুর ম্যুরাল” এর উদ্বোধন করেন। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন “বঙ্গবন্ধুর ম্যুরাল” এ পুষ্পার্ঘ অর্পণ করে। জেলঅ প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে শোক র‌্যালী বের হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়, র‌্যালী শেষে জেলা প্রশাসন চত্ত্বরে আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন- নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সাংবাদিক আব্দুল মতিন খান প্রমুখ।
পাবনা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ ব্যাপক কর্মসুচী পালন করে। এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মো, শহীদুল্লাহ, চন্দন কুমার চক্রবর্তী, সাংগাঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, বিজয় ভুষন রায়, কামিল হোসেন, সরদার মিঠু আহমেদ. এ্যাড. আব্দুল আহাদ বাবু, এ্যাড. তসলিম হাসান সুমন, শাজাহান মামুন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিান, ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে – বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ ব্যাপক কর্মসুচী পালন করেন। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী, প্রো. ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ প্রমুখ।
পাবনা জেলা পরিষদ দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসুচী গ্রহন করে।
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’র পাবনা জেলা ও সদর উপজেলা শাখা’র উদ্যোগে শিশু কিশোরদের মাঝে হাতের লেখা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে। এ সব কর্মসুচী তে অংশ গ্রহন করেন- পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’র পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মকবুল হোসেন সন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুর রহমান বরুণ,দপ্তর সম্পাদক শফিক আল কামাল প্রমূখ।