পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গার্ড অব অনার প্রদান

এস এম আলম, ১৫ আগষ্ট: পাবনায় যথাযোগ্য মর্যাদা আর ভাবম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -কে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাংসদ নাদিরা ইয়াসমিন জলি ,জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল , পাবনা মোটর মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব , সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সহ এছাড়া জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্যবৃন্দ। ।