সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে শোক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকীর উপলক্ষে যথাযথ মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমকালীন বিশ্বের মহানায়ক বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা পরিষদের হলরুমে এক মিনিটের নিরবতা পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম। এসময় আরো বক্তব্যদেন নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, পৌর আ’লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল। এসময় সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সরদার রাজু আহমেদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দলীয় নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সিদ্দিকুর রহমান। এছাড়া উপজেলা আ.লীগের উদ্যোগে শোক র্যালি শেষে আ.লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করেন আহমেদ ফিরোজ কবির এমপি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায়।