এস আর খান ছিলেন একজন নির্লোভ, পরোপকারী মানুষ

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক ইছামতি ও সাপ্তাহিক পাবনা বার্তার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলমের শ্বশুর মরহুম শফিউর রহমান খান ওরফে এস আর খান এর স্মরণে গতকাল (৩১ জুলাই) বাদ আসর দৈনিক সিনসা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। দৈনিক সিনসা নিবার্হী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খানের সভাপতিত্বে এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস ইউনিভার্সিটি( প্রস্তাবিত) এর চেয়ারম্যান আলহজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, সামছুল হুদা ডিগ্রী ( অনার্স ) কলেজের অধ্যক্ষ এনামূল হক চৌধুরী টগর, রাকাব সাবেক এসপিও আব্দুল মতিন মিয়া, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মোল্লা, পাবনা চাপাঁ বিবি ওয়াকফ এস্ট্রেটের মত্তওয়ালী আলহাজ্ব আবুল হোসেন খান মোহন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান মানিক, জেলা কৃষকলীগের সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সিনিয়র আইনজীবী শেখ আব্দুল আজিজ, বাচঁতে চাই নিবার্হী সম্পাদক আব্দুর রব মন্টু, সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাধারণ সম্পদাক মীর ফজলুল করিম বাচ্চু, ফোল্ডার কবিতা সম্পাদক কবি ইদ্রিস আলী, মরহুমের বড় ছেলে শহিদুর রহমান খান লেনিন, মরহুমের ছোট্র ভাই ডাঃ নজরুল ইসলাম খান, বার্তা সংস্থা আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, সাংবাদিক সরুজ প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, মরহুমের সেঝ ছেলে দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব ও ছোট্র ছেলে সহকারী ব্যবস্থাপক মশিউর রহমান খান শুভ, মরহুমের ছোট ভাই ডাঃ আলী আকবর খান, মরহুমের বড় মেয়ের একমাত্র ছেলে এস এম শাহরিয়ার আলম পাট অধিদপ্তর বেড়া পরিদর্শক আব্দুল কুদ্দুস, শফি ইসলাম, মিডিয়া অ্যাসোসিয়েশন সদস্য মুরাদ পারভেজ, সাংবাদিক মনিরুজ্জামান শিপন, দৈনিক সিনসা প্রধান প্রতিবেদক আব্দুল কাদের মাস্টার, স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, বরকত আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর আন থেকে তেলোয়াত করেন বনবিভাগের হিসাক্সহকারী সাইদুল ইসলাম এবং দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল হাসপাতালের পেশ ইমাম মাওঃ আলহাজ্ব ইউনুস আলী খান।