বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া পদ্মা নদীর ভাঙ্গন রক্ষায় জরুরী ভিত্তিতে জিও ব্যাগে বালি ভর্তি করে পাড় রক্ষার কাজ চলছে। সাতবাড়ীয়া জেলে পাড়া নদী গর্ভে বিলিন হওয়ার হাত থেকে রক্ষার জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যায়ে এ কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ জানান পদ্মা নদীর ভাঙ্গন থেকে সাতবাড়ীয়া ক্ষুদ্র জেলে গোষ্ঠিদের বাড়ী-ঘর যেন, নদী গর্ভে বিলিন হয়ে না যায়, সে জন্য জরুরী ভিত্তিতে জিও ব্যাগে বালি ভর্তি করে তাদের রক্ষার চেস্টা করা হচ্ছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট জালাল উদ্দিন জানান এ এলাকায় প্রচন্ড ভাঙ্গন শুরু হয়েছিলো, এ ভাবে আর কিছু দিন ভাঙ্গতে থাকলে এলাকার প্রান্তিক জেলেদের বাড়ী-ঘর নদী গর্ভে বিলিন হয়ে যেতো, এদের বাড়ী-ঘর রক্ষার্থে সরকার জিও ব্যাগ দিয়ে জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছে।