মৌলভীবাজারে গ্রীষ্মকালীন বারি শিম-৭ এর বাম্পার ফলন

সরেজমিন গবেষণা বিভাগ সিলেট এর বাস্তবায়নে চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি শিম-৭ এর বাম্পার ফলন হয়েছে। কুলাউড়া উপজেলার হিংগাজিয়া এলাকার শিম চাষী পঞ্চম ভর বলেন- আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরামর্শ সহজে এবং দ্রুত পাবার কারনে তিনি এ বছর শিম চাষে খুব ভালো ফলন পেয়েছেন। স্থানীয় বাজারে প্রতি কেজি শিম বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকা দামে। এ বিষয়ে যোগাযোগ করলে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মোঃ লুৎফুর রহমান জানান-সিলেট অঞ্চলের কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করার মাধ্যমে প্রযুক্তি সমূহ কৃষকদের দোরগোড়ায় পৌছে দিচ্ছি। সিলেট অঞ্চলে শিম সহ অন্যান্য ফসলের নতুন জাত সমুহের চাষাবাদ আগামীতে আরো ব্যাপক পরিসরে বিস্তার লাভ ঘটবে। স্বল্প ব্যয়ে অধিক লাভজনক হওয়ায় আগামীতে বারি শিম-৭ চাষের প্রতি কৃষকেরা বেস আগ্রহ প্রকাশ করেন।